Thursday, June 30, 2016

যেভাবে আপনি সকল সাইটে Harlem Shake করতে পারবেন

আপনারা Harlem Shake এর নাম হয় তো অনেকেই শুনেছেন। আজ আমি আপনাদের এমন একটি টিপস দিবো যা আপনাদের কে অনেক মজা দিবে। আপনারা আপনাদের বন্ধুদের চমকে দিতে পারবেন।

তাহলে আসুন দেখে নেই কিভাবে আপনারা Harlem Shake সকল সাইটে ব্যাবহার করবেন।

প্রথমে আমরা Harlem Shake এর Java script code নিবো। যে কোন ওয়েব পেজে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে Inspect  এ ক্লিক করবো।তারপর ডান সাইটে একটি নতুন বার আসবে।





সেখানে Element, Console, ইত্যাদি আসবে এখন আপনাকে Console এ ক্লিক করতে হবে। এবং Harlem Shake এর কোড বসিয়ে ইন্টার দিতে হবে। অতপরঃ বারটি বন্ধ করে দিন এবার দেখুন ম্যাজিক। 





নিম্মের Java script কোডটি কপি করুনঃ 

javascript:(function(){function c(){var e=document.createElement("link");e.setAttribute("type","text/css");e.setAttribute("rel","stylesheet");e.setAttribute("href",f);e.setAttribute("class",l);document.body.appendChild(e)}function h(){var e=document.getElementsByClassName(l);for(var t=0;t<e.length;t++){document.body.removeChild(e[t])}}function p(){var e=document.createElement("div");e.setAttribute("class",a);document.body.appendChild(e);setTimeout(function(){document.body.removeChild(e)},100)}function d(e){return{height:e.offsetHeight,width:e.offsetWidth}}function v(i){var s=d(i);return s.height>e&&s.height<n&&s.width>t&&s.width<r}function m(e){var t=e;var n=0;while(!!t){n+=t.offsetTop;t=t.offsetParent}return n}function g(){var e=document.documentElement;if(!!window.innerWidth){return window.innerHeight}else if(e&&!isNaN(e.clientHeight)){return e.clientHeight}return 0}function y(){if(window.pageYOffset){return window.pageYOffset}return Math.max(document.documentElement.scrollTop,document.body.scrollTop)}function E(e){var t=m(e);return t>=w&&t<=b+w}function S(){var e=document.createElement("audio");e.setAttribute("class",l);e.src=i;e.loop=false;e.addEventListener("canplay",function(){setTimeout(function(){x(k)},500);setTimeout(function(){N();p();for(var e=0;e<O.length;e++){T(O[e])}},15500)},true);e.addEventListener("ended",function(){N();h()},true);e.innerHTML=" <p>If you are reading this, it is because your browser does not support the audio element. We recommend that you get a new browser.</p> <p>";document.body.appendChild(e);e.play()}function x(e){e.className+=" "+s+" "+o}function T(e){e.className+=" "+s+" "+u[Math.floor(Math.random()*u.length)]}function N(){var e=document.getElementsByClassName(s);var t=new RegExp("\\b"+s+"\\b");for(var n=0;n<e.length;){e[n].className=e[n].className.replace(t,"")}}var e=30;var t=30;var n=350;var r=350;var i="//s3.amazonaws.com/moovweb-marketing/playground/harlem-shake.mp3";var s="mw-harlem_shake_me";var o="im_first";var u=["im_drunk","im_baked","im_trippin","im_blown"];var a="mw-strobe_light";var f="//s3.amazonaws.com/moovweb-marketing/playground/harlem-shake-style.css";var l="mw_added_css";var b=g();var w=y();var C=document.getElementsByTagName("*");var k=null;for(var L=0;L<C.length;L++){var A=C[L];if(v(A)){if(E(A)){k=A;break}}}if(A===null){console.warn("Could not find a node of the right size. Please try a different page.");return}c();S();var O=[];for(var L=0;L<C.length;L++){var A=C[L];if(v(A)){O.push(A)}}})()





অতপরঃ বারটি বন্ধ করে দিন এবার দেখুন ম্যাজিক।




কম্পিউটার থেকে প্রয়োজন নেই এমন ফাইল মুছে ফেলুন এক মিনিটে...

কম্পিউটারের বা ল্যাপটপে কাজ করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভে জায়গা দখল করে থাকে, অনেক সময় দেখা যায় কম্পিউটার স্লো হয়ে যায়, আমরা মনে করি ভাইরাস ডুকেছে তখন একটাই বিকল্প উপায় ভাবি কম্পিউটার কে ফরম্যাট করা, কিন্তু আমারা কি ভাবি বারবার কম্পিউটার ফরম্যাট করা মানে Hard disc নষ্ট করা।

যেভাবে অপ্রয়োজনীয় ফাইল গুলো মুছে ফেলবেন

  •  প্রথমে My Computer এ মাউস রেখে ডান বাটন ক্লিক করুন।
  • এরপর Manage অপশনে ক্লিক করুন।




  • এরপর System Tools/Event Viewer/Application অপশন এবং ওকে করুন।
     ডান দিকে লক্ষ করুন , অনেক Event এর তালিকা দেখা যাচ্ছে।




    • এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Crear All Events নির্বাচন করুন।

    • এরপর এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে তে Clear ক্লিক করুন, Clear and Save ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈ্রি হবে।


    একই নিয়মে System Tools/Event/Viewer/Application-এ গিয়ে System Security ফাইল মুছে ফেলুন।ব্যস, কাজ শেষ। এভাবে ফাইল গুলো ক্লিন করলে আপনার কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে।



    Saturday, June 25, 2016

    কম্পিউটার ভাল রাখার টিপ্স জেনে নিন

    •   ১ , ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।


    •  Ram খুলে  তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।


    • কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।



    • বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা ।

    • কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা ।

    • কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।

    •  LCD মনিটর প্রতিদিন  একবার করে মুছে রাখবেন।

    • অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেনএতে আরও ক্ষতিই হয়।

    •  ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।

    •  নিয়মিত কুলিং ফ্যানমুছে পরিষ্কার করে রাখুন।

    • বার বার windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবর্তীতে মাদারবোর্ড এ সমস্যা হতে পারে।

    Friday, June 24, 2016

    Notepad দিয়েই র‍্যাম ক্লিন করুন RAM Cleaner

    আমরা র‍্যাম ক্লিন করার জন্য অনেকে, অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। অনেক সময় সফটওয়্যার ব্যবহার করতে আমাদের ঝামেলা হয়। তাই ঝামেলা থেকে মুক্তির জন্য আজ আমি ছোট্ট একটি টিপস শেয়ার করছি, আপনার কম্পিউটারে থাকা নোটপ্যাডের মাধ্যমেও র‌্যাম ক্লিনের কাজটি করতে পারবেন। 


     র‍্যাম ক্লিন করার পদ্ধতিঃ

    • স্টার্ট মেমু থেকে নোটপ্যাড ওপেন করুন, নিচের কোডটি কপি করে পেস্ট করুন কিংবা লিখুন...
        FreeMem=Space(102400000)                   যদি  1 GB RAM হয়।

        FreeMem=Space(51200000)                     যদি 512 MB RAM হয়।

        FreeMem=Space(204800000)                   যদি 2GB RAM হয়।
       FreeMem=Space(409600000)                যদি 4GB RAM হয়। 




    নোট- আপনার র‌্যামের সাইজ অনুযায়ী কোডটি বসাতে হবে। 

    • এরপর ডেস্কটপে Ramboost.vbs নামে সেভ করুন। 
    • এখন Ramboost.vbs এ ডাবল ক্লিক করলেই র‍্যাম ক্লিন হয়ে যাবে।
    আপনার Ram যদি ক্লিন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার Ram টি ক্লিন হয়েছে কিনা কিন্তু যদি ক্লিন না হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন। 


    Thursday, June 23, 2016

    আপনার কম্পিউটারের র‍্যাম ঠিক আছে কিনা তা দেখার নিয়ম

    কম্পিউটারের কিছু অতি প্রয়োজনীয় হার্ডওয়্যারের মাঝে RAM ( Random Access Memory ) একটি। 

    আমরা যখন একটা Ram কিনি তখন আমরা অনেকে তা চেক করে নেই না বা অনেকে চেক করে নেই। আমাদেরকে যেভাবে চেক করে দেয়ঃ 

    একটি মাদারবোর্ডের সাথে র‍্যামটি লাগিয়ে কম্পিউটারটি  চালু করে দেখিয়ে দেয় । এতেই কি প্রমান হয়ে যায় আপনার র‍্যামটিতে কোন সমস্যা নেই ? অবশ্যই না । তাহলে আসুন দেখে নেই কিভাবে Ram পরীক্ষা করবেন। 

    ·    র‍্যামটি টেস্ট করার জন্য প্রথমে কম্পিউটারের Start মেন্যুতে ক্লিক করে Control Panel এ ক্লিক করুন। 

    ·    এখান থেকে “System and Security”-তে ক্লিক করতে হবে ।




      
      


    এরপর, Administrative Tools – এ ক্লিক করে নতুন আসা উইন্ডো থেকে Windows Memory Diagnostic এ ডাবল ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো আসবে ।






        





    এখানে দেখুন, দুটি অপশন আছে ।

    প্রথমটিতে “Restart now and check for problems (recommended)” -এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ট নেবে এবং লগঅন স্ক্রিন আসার আগেই র‍্যাম চেক করে নিবে।  

    আর যদি পরের অপশনটি ক্লিক করেন তবে পরবর্তীতে আপনি যখন আপনার কম্পিউটারটি চালু করবেন তখন উইন্ডোজ র‍্যামটি পরীক্ষা করে নেবে। 

    পরীক্ষা করার সময় কোনো সমস্যা হলে আপনার কম্পিউটার নিজেই বলে দিবে্‌,,,,,,,,



    রান কমান্ড ফিরিয়ে আনুন

    আমরা যখন উইন্ডোজ 7 ব্যাবহার ইন্সটল দেই তখন আমাদের স্টার্ট মেনুতে রান অপশন টি আসেনা।
    কারন রান অপশনটি লুকানো থাকে। তাহলে তা কিভাবে ফিরিয়ে আনবেন?
    নিম্মে রান কমান্ড ফিরিয়ে আনার পদ্ধতি দেখানো হলোঃ 



    Start মেনুতে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন।




    এরপর Start Menu ট্যাব এ ক্লিক করে Customize  এ ক্লিক করুন। স্ক্রুল করে নিচে নামুন।





    এরপর Run Command এর পাশে থাকা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন থেকে স্টার্ট মেনুতে রান কমান্ড দেখা যাবে।


    Tuesday, June 21, 2016

    বানিয়ে ফেলুন পেনড্রাইভ, মেমোরি কার্ড কে Ram Memory

    আমাদের দেশের অনেকে ব্যবহার করছেন Windows 7 কিন্তু সমস্যা একটা  অত্যাধুনিক গ্রাফিক্স এর কারনে পিসির RAM বা Processor এর ক্ষমতা কম কম্পিউটার  স্লো হয়ে যায়, আজ আমি আপনাদের যে ট্রিক্স এর কথা বলবো তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কার্ড কে RAM এর সহকারি মেমোরিতে পরিবর্তন করতে পারবেন।



    প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard প্রবেশ করান।তারপর My Computer এ যান । এরপর সেখান থেকে আপনার Pendrive বা Memorycard এর Properties ক্লিক করুন। 



    উপরের চিত্রের  ReadyBoost এ ক্লিক করুন। সেখানে আপনি  তিনটি অপশন দেখতে পাবেন ।



    1. Do not use this device.
    2. Dedicate this device to ReadyBoost.

    3. Use this device.


    এরপর সেখান থেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা 2. Dedicate this device to ReadyBoost. এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত হবে ।

    Monday, June 20, 2016

    আপনার কম্পিউটারে কি কি ভাইরাস আছে বা এফেক্ট করেছে তা দেখার নিয়ম

    আপনার কম্পিউটারে কি কি ভাইরাস আছে তা দেখার জন্য নিচের ধাপ গুলো দেখতে পারেন। 



    প্রথমে আপনার কম্পিউটারের Start তে ক্লিক করে Run এ ক্লিক করুন।



                         এবং cmd লেখার পর ইন্টার দিন।  



    Comand promote ওপেন হলে লিখুন dir/w/a

    এখন ইন্টার দিন দেখবেন কি কি ভাইরাস এফেক্ট করেছে তার একটি লিস্ট দেখাবে। 







    আপনার GMAIL ACCOUNT কে বাংলায় রুপান্তর করুন একদম সহজে




    আজ আমরা দেখবো  কিভাবে আপনার জিমেইল আকাউন্ট টিকে বাংলা ভাষায় রুপান্তর করবেন। আপনি ইচ্ছা করলেই আপনার Gmail Account এর ভাষা পরিবর্তন করে বাংলায় করতে পারেন সহজেই।প্রথমে আপনি আপনার জিমেইল আকাউন্ট প্রবেশ করুন।তারপর  Settings এ যান।নিচের ছবিটি দেখুন



    ছবিতে দেখানো নিয়মে ১-Settings নামক বাটনে ক্লিক করলে Settings মেনু ওপেন হবে ২- সেখানে Settings লেখাতে ক্লিক করুন
     এরপর General ট্যাবে গিয়ে Language এ বাংলা সিলেক্ট করে দিন দিয়ে সবার নিচে যান ওখানে দেখবেন Save Changes নামক একটি বাটন আছে সেটা ক্লিক করুন ।ব্যস দেখুন আপনার Gmail Account টি বাংলায় রুপান্তর হয়ে গেছে।

    Saturday, June 18, 2016

    আপনার কম্পিউটারটি স্লো হয়ে গেলে যা যা করণীয়

    আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে।কম্পিউটার অন হতে অনেক সময় লাগছে।এই মুহূর্তে আপনি কি করবেন কোন কম্পিউটার টেকনিশিয়ানদের কাছে যাবেন?

    আমি বলবো দরকার নাই।কারন এমন কিছু কিছু কারনে আপনার কম্পিউটার স্লো হতে পারে যা আপনি নিজেই ঠিক করতে পারবেন।তাহলে আসুন দেখে নেই।

    আমি আপনাদের ৮ টি উপায় বলবো যা করলে কপম্পিউটার ফাস্ট হয়ে যাবে।

    ১।সব Background Process বন্ধ করুন।Start > Run > msconfig এবং ok বাটনে ক্লিক করুন।একটি  উইন্ডো আসবে এরকম এখানে Startup  এ ক্লিক করুন।


    তারপর এরকম আসবে



    Disable all করে Apply  করে দিন। তারপর রিস্টার্ট ট্যাব আসলে রিস্টার্ট দিন।


    ২।অপ্রয়োজনীয় ডেস্কটপ ফিচার বন্ধ করুন।প্রথমে আপনার My Computer  এর Properties  এ যান। 




    যাওয়ার পর Performance Information and Tools  এর মধ্যে ক্লিক করুন।ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে।





    এখন Adjust visual effects  এর মধ্যে ক্লিক করুন।একটি নতুন উইন্ডো আসবে।



    Adjust for the best apparence  সিলেক্ট করে Apply করে OK করি।


    ৩।অপ্রয়োজনীয় আপ্লিকেশন Uninstall করতে হবে।


    ৪। প্রতিটা হার্ড ড্রাইভকে Error checking করতে হবে।প্রথমে আপনার My Computer ওপেন করুন। তারপর ড্রাইভের উপর রাইট ক্লিক করে poperties  এ যান। তারপর Tool  নির্বাচন করুন এবং Check Now  এ ক্লিক করুন। 




    ৫।সকল ড্রাইভ Disk Defragment  করতে হবে। প্রথমে আপনার My Computer ওপেন করুন। তারপর ড্রাইভের উপর রাইট ক্লিক করে poperties  এ যান। তারপর Tool  নির্বাচন করুন এবং Defragment now  এ ক্লিক করুন।





    ৬।আপনার Anti Virus  টিকে আপডেট করে নিন।


    ৭।আপনার কম্পিউটারের  Temporary File  গুলো ডিলিট করে দিন।Start  মেনু থেকে Run এ ক্লিক করুন তারপর লিখুন Temp এবং ইন্টার দিন।তারপর Shift চেপে ডিলিট করুন।
    এভাবে Run এ আবার %temp% , prefatch  লিখে ইন্টার দিন এবং ডিলিট করুন।





     ৮।ডিস্ক ক্লিন আপ করুন।এটার জন্য আপনাকে run এ লিখতে হবে cleanmgr  এবং ইন্টার দিন।আর temporary File  গুলো ডিলিট করুন।








    Friday, June 17, 2016

    কিভাবে Send Email কে আবার ফিরিয়ে আনবেন

    ধরুন আপনি একটি মেইল ভুল করে পাঠিয়েছেন।আপনার পাঠানো মেইলটি আবার আগের অবস্থায় আনতে পারবেন।যাকে মেইল টি পাঠিয়েছেন তার কাছে মেইল টি যাবে না।কাজটি মেইল সেন্ড করার ৩০ সেকেন্ড এর মধ্যে করতে হবে।




     ১। আপনার Gmail উইন্ডোর উপরের ডান দিকের কোনায় অবস্থিত গিয়ার আইকোনে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে সেটিং নির্বাচন করুন।








    ২।ট্যাব সারি থেকে জেনারেল নির্বাচন করুন।



    ৩।যেখানে Undo Send বাটন অপশন দেখতে পারবেন তা Enable করুন। 





    ৪।নিচে Save Change অপশনে ক্লিক করুন।

    এখন আপনার Gmail Send করলে Undo দেখাবে।