Wednesday, June 8, 2016

কিভাবে তৈরি করবেন একটি GMAIL ACCOUNT


১ম ধাপঃ প্রথমে আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন তারপর গুগল এর হোম পেজ এ যান।






২য় ধাপঃ এখন আপনি SIGN IN অপশন দেখতে পারবেন।এখন SIGN IN অপশনে ক্লিক করুন।





৩য় ধাপঃ এখনো আপনার গুগল ACCOUNT  তৈরি হয় নাই। আপনি CREATE AN ACCOUNT  ক্লিক করুন।

এখন আপনি আপনার ACCOUNT সেট আপ করুন। গুগল আপনার কাছে কিছু তথ্য চাইবে যেমনঃ






        উপরের ছবিতে আমি যেখানে ১ নাম্বার চিহ্ন দিয়েছি সেখনে আপনার প্রথম নাম এবং শেষ নাম লিখতে হবে।

২ নাম্বারে আপনি যে ইউজার নামটি দিয়ে আকাউন্ট খুলতে চান সেই নামটি লিখুন।এখানে আপনার নাম লেখার পর গুগল আপনাকে অন্য নামও পছন্দ করতে দিতে পারে।

৩ নাম্বারে এখানে আপনাকে আপনার গোপন নাম্বার দিতে হবে যা দিয়ে আপনি পরবর্তীতে আপনার আকাউন্টে প্রবেশ করবেন।

৪ নাম্বারে আপনাকে আপনার গোপন নাম্বারটি আবার দিয়ে নিশ্চিত করতে হবে।

৫ নাম্বারে আপনার জন্ম তারিখ দিতে হবে।

৬ নাম্বারে দিতে হবে আপনি পুরুষ/মহিলা।

৭ নাম্বারে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে।

৮ নাম্বারে আপনার পূর্বে যদি কোন gmail আকাউন্ট থেকে থাকে তাহলে তা দিতে পারেন।

৯ নাম্বারে আপনার অবস্থান চাইবে আপনি তা বাংলাদেশী দিবেন।

১০ নাম্বারে I agree the term and privacy policy  তে ক্লিক করে

১১ নাম্বার Next  এ ক্লিক করুন।  

তাহলে নিচের মত আসবে Conitue to gmail  এ ক্লিক করুন।


ব্যাস হয়ে গেল আপনার Gmail Account.


No comments:

Post a Comment