Tuesday, June 14, 2016

কিভাবে আপনার পেন ড্রাইভকে বুটাবল করবেন এবং Windows ইন্সটল দিবেন

যাদের কম্পিউটারে সিডি বা ডিভিডি রম নাই তারা কিভাবে নিজের কম্পিউটার সেটাপ দিবেন? তাহলে আসুন দেখে নেই,



আমরা প্রথমে পেন ড্রাইভকে বুটাবল করবো এটার জন্য আপনাকে যা করতে হবে আপনার পেন ড্রাইভকে পিসিতে লাগান যখন আপনার ড্রাইভটি শো করবে। ড্রাইভটিতে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অপশনে যান।


যখন ফরম্যাট বারটি আসবে তখন ফাইল সিস্টেমে Fat 32  এর স্থানে NTFS দিয়ে ফরম্যাট করুন।ব্যাস আপনার পেন ড্রাইভটি বুটাবল হয়ে গেল।

এখন আসুন তাহলে দেখি কিভাবে Windows 7  ইন্সটল করব।


আপনার কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং বায়োস কী চাপুন।বায়োস সেটিং আসলে Boot  এ ক্লিক করুন।এবং First removable disk  অপশন করে দিন।তারপর F10  চাপুন তখন Yes/No  অপশন আসলে  Yes করুন।আপনার কম্পিউটারটি রিস্টার্ট নিবে।

এখন Press any key to continue আসলে যেকোন কী চাপুন। তাহলে Windows Starting হবে।




এরপর একটি উইন্ডো আসবে সেখানে Next করতে হবে।





তারপর আর একটি উইন্ডো আসবে সেখানে আপনাকে প্রশ্ন করা হবে আপনি উইন্ডোজ কীরকম ইন্সটল করতে চান।





আপনি সেখানে Custom করে Next করুন।

আর একটি উইন্ডো আসবে সেখানে চাইবে আপনি কোন ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করতে চান।আপনি যে ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করতে চান তা সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।





এখন অপেক্ষা করুন।ইন্সটল হতে ২০/৩০ মিনিট লাগবে।
পরবর্তী উইন্ডোতে Windows Install  প্রদর্শন করা হবে।যা প্রায় ১০ মিনিট সময় লাগতে পারে। কম্পিউটার টি একবার বন্ধ হয়ে আবার চালু হবে।



বিঃদ্রঃ এই উইন্ডোজ প্রক্রিয়া চলা কালীন কোন বাটন চাপা যাবে না। তাহলে উইন্ডোজ ইন্সটল বন্ধ হয়ে যাবে।

পরবর্তী পর্দায় ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবার Installing Windows লেখাটি আসবে।

আসার পর আপনার কম্পিউটারের নাম চাইবে নাম দিতে হবে তারপর Next চাপতে হবে। আবার একটি উইন্ডো আসবে তাতে আপনার পাসওয়ার্ড চাইবে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড দিতেও পারেন আবার নাও দিতে পারেন। Next  চাপুন। 






পরবর্তী উইন্ডোতে আপনাকে তিনটি অপশনের একটি নির্বাচন করতে অনুরোধ করা হবে 

১। Use recommended settings
   Install important updates only
   ৩।Ask me later

আপনি এখানে Ask me later করতে পারেন।Next এ যান। 




এখানে একটি উইন্ডো আসবে তাতে আপনাকে টাইম জোন ঠিক করতে হবে।



আপনার উইন্ডোজ ইন্সটল সফল হয়েছে।  Install is Successful.

No comments:

Post a Comment