আমাদের দেশের অনেকেই ব্যবহার করছেন Windows 7 কিন্তু সমস্যা একটা অত্যাধুনিক গ্রাফিক্স এর কারনে পিসির RAM বা Processor এর ক্ষমতা কম কম্পিউটার স্লো হয়ে
যায়, আজ আমি আপনাদের যে ট্রিক্স এর কথা বলবো তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কার্ড কে RAM এর সহকারি মেমোরিতে পরিবর্তন করতে পারবেন।
প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard প্রবেশ করান।তারপর My Computer এ যান । এরপর সেখান থেকে আপনার Pendrive
বা Memorycard
এর Properties
ক্লিক করুন।
উপরের চিত্রের ReadyBoost
এ ক্লিক করুন। সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন ।
1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.
এরপর সেখান থেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের
জন্য নির্ধারন করুন বা 2. Dedicate
this device to ReadyBoost. এ ক্লিক করার
মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost
এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার
পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি
মেমোরিতে রূপান্তরিত হবে ।
No comments:
Post a Comment