কম্পিউটারের বা
ল্যাপটপে কাজ করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভে জায়গা দখল করে
থাকে, অনেক সময় দেখা যায় কম্পিউটার স্লো
হয়ে যায়, আমরা মনে করি ভাইরাস ডুকেছে
তখন একটাই বিকল্প উপায়
ভাবি কম্পিউটার কে ফরম্যাট করা, কিন্তু আমারা কি ভাবি বারবার
কম্পিউটার ফরম্যাট করা মানে Hard disc নষ্ট করা।
যেভাবে অপ্রয়োজনীয় ফাইল গুলো মুছে ফেলবেন
- প্রথমে My
Computer এ মাউস রেখে
ডান বাটন ক্লিক করুন।
- এরপর Manage অপশনে ক্লিক করুন।
ডান দিকে লক্ষ করুন , অনেক Event এর তালিকা দেখা যাচ্ছে।
- এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Crear All Events নির্বাচন করুন।
- এরপর এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে তে Clear ক্লিক করুন, Clear and Save ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈ্রি হবে।
একই নিয়মে System
Tools/Event/Viewer/Application-এ গিয়ে System
ও Security ফাইল মুছে ফেলুন।ব্যস, কাজ শেষ। এভাবে ফাইল গুলো ক্লিন করলে আপনার
কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে।
No comments:
Post a Comment