Monday, June 20, 2016

আপনার GMAIL ACCOUNT কে বাংলায় রুপান্তর করুন একদম সহজে




আজ আমরা দেখবো  কিভাবে আপনার জিমেইল আকাউন্ট টিকে বাংলা ভাষায় রুপান্তর করবেন। আপনি ইচ্ছা করলেই আপনার Gmail Account এর ভাষা পরিবর্তন করে বাংলায় করতে পারেন সহজেই।প্রথমে আপনি আপনার জিমেইল আকাউন্ট প্রবেশ করুন।তারপর  Settings এ যান।নিচের ছবিটি দেখুন



ছবিতে দেখানো নিয়মে ১-Settings নামক বাটনে ক্লিক করলে Settings মেনু ওপেন হবে ২- সেখানে Settings লেখাতে ক্লিক করুন
 এরপর General ট্যাবে গিয়ে Language এ বাংলা সিলেক্ট করে দিন দিয়ে সবার নিচে যান ওখানে দেখবেন Save Changes নামক একটি বাটন আছে সেটা ক্লিক করুন ।ব্যস দেখুন আপনার Gmail Account টি বাংলায় রুপান্তর হয়ে গেছে।

No comments:

Post a Comment