Saturday, June 18, 2016

আপনার কম্পিউটারটি স্লো হয়ে গেলে যা যা করণীয়

আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে।কম্পিউটার অন হতে অনেক সময় লাগছে।এই মুহূর্তে আপনি কি করবেন কোন কম্পিউটার টেকনিশিয়ানদের কাছে যাবেন?

আমি বলবো দরকার নাই।কারন এমন কিছু কিছু কারনে আপনার কম্পিউটার স্লো হতে পারে যা আপনি নিজেই ঠিক করতে পারবেন।তাহলে আসুন দেখে নেই।

আমি আপনাদের ৮ টি উপায় বলবো যা করলে কপম্পিউটার ফাস্ট হয়ে যাবে।

১।সব Background Process বন্ধ করুন।Start > Run > msconfig এবং ok বাটনে ক্লিক করুন।একটি  উইন্ডো আসবে এরকম এখানে Startup  এ ক্লিক করুন।


তারপর এরকম আসবে



Disable all করে Apply  করে দিন। তারপর রিস্টার্ট ট্যাব আসলে রিস্টার্ট দিন।


২।অপ্রয়োজনীয় ডেস্কটপ ফিচার বন্ধ করুন।প্রথমে আপনার My Computer  এর Properties  এ যান। 




যাওয়ার পর Performance Information and Tools  এর মধ্যে ক্লিক করুন।ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে।





এখন Adjust visual effects  এর মধ্যে ক্লিক করুন।একটি নতুন উইন্ডো আসবে।



Adjust for the best apparence  সিলেক্ট করে Apply করে OK করি।


৩।অপ্রয়োজনীয় আপ্লিকেশন Uninstall করতে হবে।


৪। প্রতিটা হার্ড ড্রাইভকে Error checking করতে হবে।প্রথমে আপনার My Computer ওপেন করুন। তারপর ড্রাইভের উপর রাইট ক্লিক করে poperties  এ যান। তারপর Tool  নির্বাচন করুন এবং Check Now  এ ক্লিক করুন। 




৫।সকল ড্রাইভ Disk Defragment  করতে হবে। প্রথমে আপনার My Computer ওপেন করুন। তারপর ড্রাইভের উপর রাইট ক্লিক করে poperties  এ যান। তারপর Tool  নির্বাচন করুন এবং Defragment now  এ ক্লিক করুন।





৬।আপনার Anti Virus  টিকে আপডেট করে নিন।


৭।আপনার কম্পিউটারের  Temporary File  গুলো ডিলিট করে দিন।Start  মেনু থেকে Run এ ক্লিক করুন তারপর লিখুন Temp এবং ইন্টার দিন।তারপর Shift চেপে ডিলিট করুন।
এভাবে Run এ আবার %temp% , prefatch  লিখে ইন্টার দিন এবং ডিলিট করুন।





 ৮।ডিস্ক ক্লিন আপ করুন।এটার জন্য আপনাকে run এ লিখতে হবে cleanmgr  এবং ইন্টার দিন।আর temporary File  গুলো ডিলিট করুন।








No comments:

Post a Comment