Friday, June 17, 2016

কিভাবে Send Email কে আবার ফিরিয়ে আনবেন

ধরুন আপনি একটি মেইল ভুল করে পাঠিয়েছেন।আপনার পাঠানো মেইলটি আবার আগের অবস্থায় আনতে পারবেন।যাকে মেইল টি পাঠিয়েছেন তার কাছে মেইল টি যাবে না।কাজটি মেইল সেন্ড করার ৩০ সেকেন্ড এর মধ্যে করতে হবে।




 ১। আপনার Gmail উইন্ডোর উপরের ডান দিকের কোনায় অবস্থিত গিয়ার আইকোনে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে সেটিং নির্বাচন করুন।








২।ট্যাব সারি থেকে জেনারেল নির্বাচন করুন।



৩।যেখানে Undo Send বাটন অপশন দেখতে পারবেন তা Enable করুন। 





৪।নিচে Save Change অপশনে ক্লিক করুন।

এখন আপনার Gmail Send করলে Undo দেখাবে। 




No comments:

Post a Comment