Friday, June 24, 2016

Notepad দিয়েই র‍্যাম ক্লিন করুন RAM Cleaner

আমরা র‍্যাম ক্লিন করার জন্য অনেকে, অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। অনেক সময় সফটওয়্যার ব্যবহার করতে আমাদের ঝামেলা হয়। তাই ঝামেলা থেকে মুক্তির জন্য আজ আমি ছোট্ট একটি টিপস শেয়ার করছি, আপনার কম্পিউটারে থাকা নোটপ্যাডের মাধ্যমেও র‌্যাম ক্লিনের কাজটি করতে পারবেন। 


 র‍্যাম ক্লিন করার পদ্ধতিঃ

  • স্টার্ট মেমু থেকে নোটপ্যাড ওপেন করুন, নিচের কোডটি কপি করে পেস্ট করুন কিংবা লিখুন...
    FreeMem=Space(102400000)                   যদি  1 GB RAM হয়।

    FreeMem=Space(51200000)                     যদি 512 MB RAM হয়।

    FreeMem=Space(204800000)                   যদি 2GB RAM হয়।
   FreeMem=Space(409600000)                যদি 4GB RAM হয়। 




নোট- আপনার র‌্যামের সাইজ অনুযায়ী কোডটি বসাতে হবে। 

  • এরপর ডেস্কটপে Ramboost.vbs নামে সেভ করুন। 
  • এখন Ramboost.vbs এ ডাবল ক্লিক করলেই র‍্যাম ক্লিন হয়ে যাবে।
আপনার Ram যদি ক্লিন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার Ram টি ক্লিন হয়েছে কিনা কিন্তু যদি ক্লিন না হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন। 


No comments:

Post a Comment