Saturday, June 25, 2016

কম্পিউটার ভাল রাখার টিপ্স জেনে নিন

  •   ১ , ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।


  •  Ram খুলে  তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।


  • কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।



  • বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা ।

  • কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা ।

  • কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।

  •  LCD মনিটর প্রতিদিন  একবার করে মুছে রাখবেন।

  • অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেনএতে আরও ক্ষতিই হয়।

  •  ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।

  •  নিয়মিত কুলিং ফ্যানমুছে পরিষ্কার করে রাখুন।

  • বার বার windows Xp সেটআপ দিবেন না।এতে কম্পিউটারের তাতখনিক গতি বারলেও পরবর্তীতে মাদারবোর্ড এ সমস্যা হতে পারে।

No comments:

Post a Comment