আমরা যখন উইন্ডোজ 7 ব্যাবহার ইন্সটল দেই তখন আমাদের স্টার্ট মেনুতে রান অপশন টি আসেনা।
কারন রান অপশনটি লুকানো থাকে। তাহলে তা কিভাবে ফিরিয়ে আনবেন?
নিম্মে রান কমান্ড ফিরিয়ে আনার পদ্ধতি দেখানো হলোঃ
কারন রান অপশনটি লুকানো থাকে। তাহলে তা কিভাবে ফিরিয়ে আনবেন?
নিম্মে রান কমান্ড ফিরিয়ে আনার পদ্ধতি দেখানো হলোঃ
Start মেনুতে রাইট ক্লিক
করে প্রোপার্টিজ এ ক্লিক করুন।
এরপর Start
Menu ট্যাব এ ক্লিক করে Customize এ ক্লিক করুন। স্ক্রুল করে নিচে নামুন।
এরপর Run
Command এর পাশে থাকা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন
থেকে স্টার্ট মেনুতে রান কমান্ড দেখা যাবে।
No comments:
Post a Comment