Tuesday, July 19, 2016

ইন্টারনেটে হার্ডওয়্যার ড্রাইভার খুজবেন যেভাবে……..

অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন একটি হার্ডওয়্যার এর ড্রাইভার খুজে পাচ্ছেন না বা ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। ইন্টানেট থেকে আপনি খুব সহজেই খুজে বের করতে পারেন আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি। আসুন দেখা যাক কিভাবে…..

১। প্রথমে Start > Control panel > system প্রবেশ করুন।


২। System উইন্ডো থেকে Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যার গুলোর একটি তালিকা দেখতে পারবেন। যে সব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিক মতো ইন্সটল করা হয়নি সেগুলোর পাশে হলুদ রঙের প্রশ্নবোধক (?) চিহ্ন থাকবে।



৩। হলুদ প্রশ্নবোধক চিহ্ন হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।


৪। এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।


৫। এবার ভেলু লিস্ট থেকে সর্বশেষ ভেলু ctrl + C চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেস্ট করে দিয়ে অনুসন্ধান করুন……. দেখবেন মুহূর্তের মাঝেই আপনার সামনে এসে হাজির হবে আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি।





Monday, July 18, 2016

যেভাবে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিবেন

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি অনেক সময় চাই আমাদের কম্পিউটার যাতে কেউ খুলতে না পারে।কারন আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা আমরা কারো সাথে শেয়ার করতে চাই না।তাহলে আসুন দেখে নেই কিভাবে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করবেন।


১।My Computer  এ রাইট ক্লিক করে manage এ ক্লিক করুন।


২।তারপর Local User and group   অপশনে ক্লিক করুন।


৩।ডান দিকে একটি বার আসবে সেখানে User নামে একটি ফোল্ডার আসবে তাতে ডাবল ক্লিক করুন। এখানে আপনি একটি ইউজারের লিস্ট দেখতে পাবেন।


৪। ইউজারের উপর রাইট ক্লিক করে Set Password এ ক্লিক করুন।


৫।তারপর Proceed  এ ক্লিক করুন।


৬।এখানে আপনার নতুন পাসওয়ার্ড এবং Confirm Password  দিন এবং Ok বাটনে ক্লিক করুন।


Wellcome  আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। 






Sunday, July 17, 2016

যেভাবে আপনি একটি ফাইল বা ফোল্ডার লুকাবেন

আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার থাকে যা আমরা কারো সাথে শেয়ার করতে চাই না। তাহলে আসুন দেখি কিভাবে আপনার ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখবেন।


প্রথমে আপনি যে ফোল্ডারটি লুকাতে চান সেই ফোল্ডারটি Properties   করুন। Hidden লেখা অপশনে ক্লিক করুন তারপর apply  করুন। 


এবার আপনার My Computer ওপেন করুন।
Organize লেখা অপশনে ক্লিক করে নিচে Folder and Search অপশনে ক্লিক করুন।

একটি নতুন উইন্ডো আসবে সেখানে View তে ক্লিক করুন। এবং নিচে don’t show hidden file and folder  এ ক্লিক করে apply করে ওকে করুন।



এখন দেখুন আপনি ফাইলটি hidden  করেছিলেন তা আর নেই। 







Saturday, July 16, 2016

কিভাবে আপনার Gmail পাসওয়ার্ড পরিবর্তন করবেন

আপনি আপনার Gmail পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কারন আপনি চিন্তিত যে কেউ আপনার পাসওয়ার্ড জেনে ফেলেছে। আপনি নিম্নের সহজ ধাপ গুলো অনুসরন করতে পারেন।


১।আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে Gmail Login  করুন। 


২। আপনার Gmail উইন্ডোর উপরের ডান দিকের কোনায় অবস্থিত গিয়ার আইকোনে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে সেটিং নির্বাচন করুন।


৩।Accounts and Import নির্বাচন করুন।


৪।এখন Change Password এ ক্লিক করুন। Change password এ ক্লিক করুন। 


Change Password এ ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে।


।আপনার বর্তমান পাসওয়ার্ড দিন।

৭।আপনার বর্তমান পাসওয়ার্ড দিন। 

৮।নতুন পাসওয়ার্ড টি আবার দিন। 

৯।এখন Change Password এ ক্লিক করুন।  








Friday, July 15, 2016

আপনার হার্ড ডিস্ক এর ড্রাইভ বাড়াবেন যেভাবে

আপনারা কম্পিউটার কেনার পর দেখেন যে আপনার c  ড্রাইভে জায়গা অনেক বেশী তখন আপনি চান যে C ড্রাইভ থেকে কিছু জায়গা বের করে আর একটা ড্রাইভ বানাতে কিন্তু কিভাবে তাহলে আসুন দেখে নেইঃ



প্রথমে My computer এর উপর রাইট ক্লিক করে Manage >Disk management থেকে C drive এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে shrink volume এ ক্লিক করলে এখানে আপনি কতটুকু ড্রাইভ বানাতে চান সেটা দিতে হবে তারপর shrink এ ক্লিক করলে আপনার ড্রাইভটি তৈরী হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অনেক গুলো ড্রাইভ তৈরী করতে পারবেন। 






Thursday, July 14, 2016

আপনার বয়স বের করুন উইন্ডোজ ক্যালকুলেটর দিয়ে

বিভিন্ন চাকুরীর দরখাস্ত করার সময় অনেকেরই বয়স দিতে হয়। যা অংক করে বের করা বেশ ঝামেলার। কম্পিউটারে বয়স বের করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। উইন্ডোজ ৭ এর ক্যালকুলেটরে এ সুবিধা যোগ করা হয়েছে। ক্যালকুলেটর চালু করার জন্য ষ্টার্ট থেকে Run এ গিয়ে টাইপ করুন Calc এবার ক্যালকুলেটরের View মেনু থেকে date Calculation এ ক্লিক করুন।


এবার From  এবং To ঘরে যথাক্রমে পূর্বের তারিখ ও বর্তমান তারিখ দিয়ে Calculate এ ক্লিক করুন।


ব্যাস, হয়ে গেল।


Wednesday, July 13, 2016

Graphic & Audio setup বা অন্যান্য ড্রাইভ সেটআপ হয়েছে কিনা যেভাবে দেখবো

আপনার কম্পিউটারে Graphic & Audio setup বা অন্যান্য ড্রাইভ গুলো সেটআপ হয়েছে কিনা দেখতে চাইলে আমাদের যা করতে হবে তা হলো স্টার্ট মেনু থেকে  Run  গিয়ে dxdiag লিখে Ok করলে একটি উইন্ডো  আসবে সেখানে ‍system, sound, display থাকবে ‍ওখানে system এ দেখতে পাবেন আপনার system সম্পর্কিত তথ্য system Ram কতটুক, কি processor ইত্যাদি...



আর যদি দেখেন 
Name: na/
Manufacturer: na/ এই ধরণের লেখা আছে তাহলে মনে করবেন sound & display driver ‍setup হয়নি..........