Saturday, July 2, 2016

ভাইরাসের কারনে পেন ড্রাইভ ফরম্যাট না হলে করণীয়

আমরা নানান কাজে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য পেন ড্রাইভ ব্যাবহার করে থাকি । ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না।আপনি যা করবেনঃ  

এমন হলে সর্বপ্রথম পেনড্রাইভ কম্পিউটারে লাগিয়ে সেটির ড্রাইভে ডান ক্লিক করে ফরম্যাট এ ক্লিক করে ফরম্যাট করার চেষ্টা করুন, দেখুন ফরম্যাট হয় কি না। না হলে Win key + R চেপে রান চালু করুন। এখানে cmd লিখে এন্টার করুন।






কমান্ড প্রম্পট চালু হলে এখানে format লিখে একটা স্পেস দিয়ে H: লিখে এন্টার করুন।খেয়াল রাখুন এখানে H: হবে কম্পিউটারে পাওয়া আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার। প্রথমবার এন্টার করে পরে আরেকবার এন্টার করতে হবে।এভাবে পেনড্রাইভ ফরম্যাট করতে সময় বেশি লাগবে কিন্তু সত্যিকারের কাজটি হবে।

No comments:

Post a Comment