উইন্ডোজ সেভেনে আপনি
চাইলে যে উইন্ডোতে কাজ করছেন সেটা ছাড়া সকল উইন্ডো কোন ঝামেলা ছাড়া এক নিমিষেই মিনিমাইজ করে দিতে পারেন। এজন্য দুটি পদ্ধতি
রয়েছে:
একটি হল কীবোর্ড শর্টকাট। উইন্ডোজ কী চেপে ধরে হোম
বাটনটি চাপলেই আপনার কাঙ্খিত উইন্ডোটি ছাড়া সব উইন্ডো মিনিমাইজড হয়ে যাবে।
আর আপনি যদি সকল
উইন্ডো মিনিমাইজ করতে চান তাহলে শুধু উইন্ডোজ কী চেপে ধরে d চাপলে সব মিনিমাইজ হয়ে
যাবে।
No comments:
Post a Comment