Monday, July 4, 2016

নোটপ্যাড দিয়ে একটি সফটওয়্যার বানাবেন যেভাবে

আমরা নোটপ্যাড এর সাথে অনেকেই পরিচিত আছি। আমরা কি জানি এই নোটপ্যাড দিয়ে কি কি হয়? আজ আমি যে ট্রিক্সটি আপনাদের দেখাবো তা দেখলে আপনারা অনেকেই চমকে যাবেন। তাহলে আর দেরি কেন আসুন দেখে নেই কিভাবে নোটপ্যাড দিয়ে একটি চমৎকার সফটওয়্যার বানানো যায়।

এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ

স্টার্ট মেনু থেকে নোটপ্যাড ওপেন করুন। তারপর নিচের কোডটি কপি করে পেস্ট করুন বা লিখুন,,,,,,,,,, 

Dim massage, sapi
massage=inputbox("what do you want me to say?","Hasan")
Set sapi= createobject("sapi.spvoice")
sapi.speak massage


তারপর যেকোন নাম দিয়ে .VBS  লিখে সেভ করুন। এখানে কোডের মধ্যে Hasan লেখা দেখতে পারছেন আপনারা সেখানে যেকোন নাম দিতে পারেন।


সেভ করা হয়ে গেলে দেখুন আপনার সফটওয়্যার তৈরী হয়ে গেছে। এখন আপনার সফটওয়্যার কে আপনি যা কমান্ড করবেন সে তাই বলবে। ধন্যবাদ………….


No comments:

Post a Comment