Sunday, July 3, 2016

যেভাবে মুক্ত রাখবেন আপনার কম্পিউটার কে শর্টকার্ট ভাইরাস থেকে

বর্তমান আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য একটা বিশাল সমস্যা হচ্ছে শর্টকার্ট ভাইরাস। তাহলে আসুন দেখে নেই কিভাবে এই ভাইরাস দূর করবোঃ
আমি যে পদ্ধতি দেখাবো তা Command Promote দিয়ে আমার কাছে এটা অনেক ভালো মনে হয় কারন এটা দিয়ে ভাইরাস দূর হওয়ার পাশাপাশি ফাইল গুলো Recover করে।

 প্রথমেই কীবোর্ড থেকে একত্রে উইন্ডোজ+R কী চাপ দিন ফলে রান প্রম্পট দেখতে পাবেন


 এবার এখানে cmd লিখে এন্টার করুন তাহলে কমান্ড প্রম্পট (command prompt) চালু হবে


 এখানে নিচের কোডটি লিখুন অথবা কপি করে কমান্ড প্রম্পটে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিন এবং এন্টার করুন
কোডঃ  attrib -h -r -s /s /d h:\*.*

এখানে h দ্বারা ড্রাইভ লেটার দ্বারা পেনড্রাইভ বোঝানো হয়েছে আপনি আপনার যে ড্রাইভে পেনড্রাইভ লাগানো আছে সেই ড্রাইভের নাম লিখবেন এবং আপনার যে যে ড্রাইভে শর্টকার্ট ভাইরাস আছে আপনি সেগুলোর নামও লিখতে পারেন।

 কাজ শেষ হলে একটি কনফার্ম মেসেজ পাবেন এবারে কমান্ড প্রম্পট বন্ধ করে দিন এবং আপনার পেনড্রাইভ চেক করে দেখবেন আর ভাইরাস নেই এবং ফাইল গুলো ঠিক আছে। 


No comments:

Post a Comment