Tuesday, July 12, 2016

খুব সহজে আপনার কম্পিউটারের ড্রাইভার সেটআপ দিন

যদি আপনার ড্রাইভারের ডিস্কটি হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে আপনার ড্রাইভার সেটআপ দিবেন আর ভাবতে হবে না আমি আপনাদের এমন একটি টিপস দিব যা দ্বারা আপনি সহজেই আপনার ড্রাইভার ইন্সটল করতে পারবেন।


 আপনাকে যা করতে হবেঃ


প্রথমে আপনার My Computer এ রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। তারপর Device manager এ ক্লিক করুন তারপর Display adapter এ রাইট ক্লিক করে Update Driver Softwer এ ক্লিক করতে হবে। computer for driver software এর উপরের ফাংশনটি সিলেক্ট করতে হবে অর্থাৎ ‍Search automatically for update driver software ক্লিক করতে হবে তখন কম্পিউটার নিজ দায়িত্বে ইন্টারনেট থেকে তার কাঙ্কিত ড্রাইভার ইনস্টল করে নিবে। এভাবে অন্য ড্রা্ইভার গুলো সেটআপ দিতে হবে। 


No comments:

Post a Comment