Saturday, July 9, 2016

আপনার ল্যাপটপের স্পিকারের সাউন্ড বাড়বেন যেভাবে

আমরা আজ দেখবো কিভাবে ল্যাপটপের স্পিকারের সাউন্ড খানিকটা বাড়িয়ে নিতে পারি সাধারনত ল্যাপটপের স্পিকারের সাউন্ড একটু কম থাকে যেটা আপনি মিডিয়া প্লেয়ার কোন গান/ভিডিও চালালে বুঝতে পারেন সফটওয়্যার ব্যবহার করলে সমস্যা সাধারনত বোঝার উপায় থাকেনা কিন্তু আমরা আজ দেখব সফটওয়্যার ছাড়াই কিভাবে কাজটি সম্পন্ন করতে পারি

# প্রথমেই ডেস্কটপের টাস্কবার সাউন্ড আইকন মাউসের ডান বাটন ক্লিক করুন
# Playback Device ক্লিক করুন একটি পপ-আপ উইন্ডো আসবে
# এবার Speakers ডাবল ক্লিক করুন

এবং Enhancements ট্যাবে ক্লিক করুন


# এখানে সিলেকশন মেনু থেকে সর্বশেষ অপশন Loudness Equalization টিক করে Ok  বের হয়ে আসুন



এখন থেকে মিডিয়া প্লেয়ারে কোন অডিও বা ভিডিও এর শব্দ পূর্বের তুলনায় আরও জোরে শুনতে পাবেন।


No comments:

Post a Comment