আমরা
আজ দেখবো কিভাবে ল্যাপটপের স্পিকারের সাউন্ড খানিকটা বাড়িয়ে নিতে পারি।
সাধারনত ল্যাপটপের স্পিকারের সাউন্ড একটু কম থাকে যেটা আপনি মিডিয়া প্লেয়ার এ কোন
গান/ভিডিও চালালে বুঝতে পারেন।
সফটওয়্যার ব্যবহার করলে এ সমস্যা
সাধারনত বোঝার উপায় থাকেনা।
কিন্তু আমরা আজ দেখব সফটওয়্যার ছাড়াই কিভাবে এ কাজটি
সম্পন্ন করতে পারি।
# প্রথমেই ডেস্কটপের টাস্কবার এ সাউন্ড
আইকন এ মাউসের
ডান বাটন ক্লিক করুন।
# Playback Device এ ক্লিক করুন একটি পপ-আপ উইন্ডো আসবে।
# এবার Speakers এ ডাবল ক্লিক করুন
এবং Enhancements ট্যাবে ক্লিক করুন।
# এখানে সিলেকশন মেনু থেকে সর্বশেষ অপশন Loudness Equalization এ টিক করে Ok বের হয়ে আসুন।
এখন থেকে মিডিয়া প্লেয়ারে কোন অডিও বা ভিডিও এর শব্দ পূর্বের তুলনায় আরও জোরে শুনতে পাবেন।
No comments:
Post a Comment