আমাদের অনেক
গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার থাকে যা আমরা কারো সাথে শেয়ার করতে চাই না। তাহলে
আসুন দেখি কিভাবে আপনার ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখবেন।
প্রথমে আপনি যে
ফোল্ডারটি লুকাতে চান সেই ফোল্ডারটি Properties করুন। Hidden লেখা অপশনে ক্লিক করুন
তারপর apply করুন।
এবার আপনার My Computer ওপেন করুন।
Organize লেখা অপশনে ক্লিক করে নিচে Folder and Search অপশনে ক্লিক করুন।
একটি নতুন উইন্ডো আসবে
সেখানে View তে ক্লিক করুন। এবং নিচে don’t show hidden file and folder এ ক্লিক করে apply করে ওকে করুন।
এখন দেখুন আপনি ফাইলটি hidden করেছিলেন তা আর
নেই।
No comments:
Post a Comment