আমরা যারা কম্পিউটার
ব্যাবহার করি অনেক সময় চাই আমাদের কম্পিউটার যাতে কেউ খুলতে না পারে।কারন আমাদের
অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা আমরা কারো সাথে শেয়ার করতে চাই না।তাহলে আসুন দেখে
নেই কিভাবে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করবেন।
১।My Computer এ রাইট ক্লিক করে manage এ ক্লিক করুন।
২।তারপর Local User and group অপশনে ক্লিক করুন।
৩।ডান দিকে একটি বার
আসবে সেখানে User নামে একটি ফোল্ডার আসবে তাতে ডাবল ক্লিক করুন। এখানে
আপনি একটি ইউজারের লিস্ট দেখতে পাবেন।
৪। ইউজারের উপর রাইট
ক্লিক করে Set Password এ ক্লিক করুন।
৫।তারপর Proceed এ ক্লিক করুন।
৬।এখানে আপনার নতুন
পাসওয়ার্ড এবং Confirm Password দিন এবং Ok বাটনে ক্লিক
করুন।
Wellcome আপনার
কম্পিউটারে পাসওয়ার্ড সেট হয়ে গেছে।
No comments:
Post a Comment