Tuesday, July 19, 2016

ইন্টারনেটে হার্ডওয়্যার ড্রাইভার খুজবেন যেভাবে……..

অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন একটি হার্ডওয়্যার এর ড্রাইভার খুজে পাচ্ছেন না বা ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। ইন্টানেট থেকে আপনি খুব সহজেই খুজে বের করতে পারেন আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি। আসুন দেখা যাক কিভাবে…..

১। প্রথমে Start > Control panel > system প্রবেশ করুন।


২। System উইন্ডো থেকে Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যার গুলোর একটি তালিকা দেখতে পারবেন। যে সব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিক মতো ইন্সটল করা হয়নি সেগুলোর পাশে হলুদ রঙের প্রশ্নবোধক (?) চিহ্ন থাকবে।



৩। হলুদ প্রশ্নবোধক চিহ্ন হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।


৪। এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।


৫। এবার ভেলু লিস্ট থেকে সর্বশেষ ভেলু ctrl + C চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেস্ট করে দিয়ে অনুসন্ধান করুন……. দেখবেন মুহূর্তের মাঝেই আপনার সামনে এসে হাজির হবে আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি।





No comments:

Post a Comment