Thursday, July 7, 2016

যেভাবে আপনার কম্পিউটার দ্রুত চালু করবেন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি প্রায় একটি সমস্যা হয় আর তা হলো কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে। আসুন দেখে নেই কিভাবে কম্পিউটার দ্রুত চালু করতে হবে।
চলুন তবে নিচের ধাপগুলো দিয়ে শুরু করা যাকঃ

স্টার্ট মেনু থেকে রানে ক্লিক করে লিখতে হবে msconfig তারপর ইন্টার দিন।

একটি নতুন উইন্ডো আসবে এখান উপরের ট্যাব থেকে Boot অপশন সিলেক্ট করুন

এখান থেকে Advanced Options ক্লিক করুন ফলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে

এখানে আপনি Number of process নামে একটি অপশন দেখতে পাবেন এখানে আপনার প্রসেসর অনুযায়ী নাম্বার সিলেক্ট করে দিন ( ডুয়েল কোর প্রসেসর এর জন্য নাম্বার হবে এবং এর উপরের কোরের প্রসেসরের জন্য বা নাম্বার সিলেক্ট করুন
এবার ok করে বেরিয়ে আসুন
আশা করা যায় এবার আপনার কম্পিউটার ওপেন হতে আগের চেয়ে অনেক কম সময় লাগবে। 

No comments:

Post a Comment