Sunday, July 10, 2016

যেভাবে আপনি একটি Twitter Account খুলবেন

এতদিন তো দেখালাম কিভাবে জিমেইল খুলতে হয় বা এর টিপস এবং ট্রিক্স ইত্যাদি। তাই আজ আমি দেখাবো কিভাবে আপনি Twitter Account তৈরী করবেন। আমি এখানে সব Step By Step দেখাবো আশা করি সবার ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে আসা যাক।

আপনাকে যা যা করতে হবেঃ


প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন। এবং টাইপ করুন www.twitter.com তাহলে নিচের মত আসবে।


এখান থেকে আপনি Sign Up এ ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।


এখানে আপনাকে ১ নম্বরে আপনার সম্পূর্ণ নাম লিখতে হবে।

২ নম্বরে আপনাকে আপনার ফোন নম্বর অথবা আপনার ইমেইল দিতে হবে।

৩ নম্বরে আপনাকে আপনার গোপন নম্বর দিতে হবে যা দিয়ে আপনি আপনার আকাউন্টে প্রবেশ করবেন।

তারপর আপনাকে Sign Up এ ক্লিক করতে হবে।
তারপর নিচের মত আসবে,,,,,,, 


এখানে আপনার ফোন নম্বর দিতে হবে যাছাই করার জন্য। তারপর নিচের মত আসবে


আপনার মোবাইল এ একটি কোড যাবে যা আপনাকে উপরে বসাতে হবে। তারপর নিচের মত আসবে


এখানে আপনাকে আপনার ইউজার নাম পছন্দ করতে বলবে তারপর নিচের মত আসবে


ব্যাস হয়ে গেল আপনার Twitter Account

No comments:

Post a Comment