আপনার জিমেইলটি মুছে বা
ডিলিট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
১। আপনার যে কোন ব্রাউজার
দিয়ে জিমেইল Sign In করুন।
২। আপনার জিমেইল এর প্রথম পাতাটি খুললে ডান দিকে উপরে যেখানে আপনার Account
এর লোগো
আছে সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর My Account লেখাতে ক্লিক করুন।
My Account এ ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে আপনি তিনটি ট্যাব
দেখতে পারবেন। যেগুলোর নাম হলঃ Sign in and
security, Personal info and privacy, Account Preferances.
এখান থেকে Account Preferances এ ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর আপনি দুটি অপশন দেখতে পারবেন ১। Delete
Products ২। Delete
google account and data এখানে আপনি দুই নাম্বারে ক্লিক করুন।
একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে আপনার ডাটা গুলো ডাউনলোড করার জন্য Download
your data তে
ক্লিক করুন। তারপর নিচে Yes, I want to permanently delete google account
and data তে
ক্লিক করুন তারপর Delete Account এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আপনার Account চিরতরে ডিলিট।
No comments:
Post a Comment