কোন কোন সময় দেখা যায় কোন ফোল্ডার ওপেন হতে সাধারণের তুলনায় অনেক বেশী সময় নিয়ে
খুলে। তখন হয়ত আমরা কোন কম্পিউটার টেকনিশিয়ানদের কাছে যাই।
আমাদের
এই টিউন টি দেখলে হয়ত আপনাকে কোন টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। তাহলে আসুন দেখে
নেই কাজটি কিভাবে করবোঃ
প্রথমত, যে ফোল্ডার এ সমস্যা করছে সেটির কোন এরর আছে কিনা বের করুন। এজন্য ঐ ডিস্কে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ যান।
এবার tools থেকে Error-checking
> check now তে ক্লিক করুন এবং ২টি বক্সে টিক দিয়ে start এ ক্লিক করুন । কাজ শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করুন।
যদি হার্ডডিস্কের কারণে সমস্যাটি হয়ে থাকে তবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি এতে কোন কাজ না হয় তবে দ্বিতীয় ধাপে চলুন।
দ্বিতীয়ত, যে ফোল্ডার এ সমস্যা সেটির উপর রাইট ক্লিক করে properties এ যান।
এবার এখানে customize এ ক্লিক করে optimize folder
for এর স্ক্রুল ডাউন থেকে general itemsসিলেক্ট করে apply > ok দিয়ে বের হয়ে আসুন।
আশা করি এইবার আপনাকে নিরাশ হতে হবেনা।
এরপরেও যদি আপনার সমস্যা হয় তবে অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটারটি স্ক্যান করিয়ে নিন।
যদি এতেও কাজ না হয় তবে এইবার আপনি ভালো কোন কম্পিউটার এক্সপার্টের সাথে যোগাযোগ করুন।
No comments:
Post a Comment